দেশজুড়ে

অবশেষে ফিরল সাত বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দুই নারীসহ সাত বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর চেকপোস্ট দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা সাত বাংলাদেশি হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার মিয়াপাড়া গ্রামের সাবেদ আলীর ছেলে বাবুল মিয়া (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর গ্রামের শামসুল হকের ছেলে মো. শাওন (১৮), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট গ্রামের মনসুর আলীর ছেলে বিল্লাল হোসেন (২২), কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকেন্দারনগর গ্রামের মৃত নিখিল সূত্রধরের স্ত্রী নিশিরানী সূত্রধর (৪৫), নিশিরানীর সন্তান পিন্টু সূত্রধর (২৪), ইতি রানী সূত্রধর (১৮) ও সেন্টু সূত্রধর (২০)।

নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, চলতি বছরের ২৫ জুলাই শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোর সীমান্ত দিয়ে বাবুল মিয়া, মো. শাওন ও বিল্লাল হোসেন ভারতে অনুপ্রবেশ করে। এ সময় তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন। পরে বিএসএফ তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাদের আাদালতের মাধ্যমে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে তারা তিন মাস ৪ দিন কারাভোগ করেন।

অপরদিকে, চলতি বছরের গত ১৯ অক্টোবর নেত্রকোনা বিজয়পুর সীমান্ত দিয়ে একই পরিবারের নিশিরানী সূত্রধর, পিন্টু সূত্রধর, রানী সূত্রধর ও সেন্টু সূত্রধর ভারতে অনুপ্রবেশে করে। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা ৮ দিন কারাভোগ করেন। শনিবার তাদের সাজার মেয়াদ শেষ হয়। পরে রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কছে হস্তান্তর করে।

হস্তান্তরের সময় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ডি হাজং, নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান ও এসআই নজরুল ইসলাম, ভারতের আমপাতি থানা পুলিশের উপ-পরিদর্শক পি. আর মারাক, বাগমারা থানা পুলিশের উপ-পরিদর্শক জেপি মারাক, বিএসএফ পোস্ট কমান্ডার আর পে সিং, বিজিবির হাতিপাগার ক্যাম্প কমান্ডার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এমএএস/আইআই