মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৫ শুক্রবার দেশব্যাপী পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্ত্বর বিকাশ নিশ্চিত করি’।এ প্রতিপাদ্যকে ধারণ করে সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।শরীয়তপুর প্রতিনিধি জানান, সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক রাম চন্দ্র দাস প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।সহকারী কমিশনার জিনিয়া জিন্নাত জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক মোঃ রাসেল আলী, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ সেলিম ঢালী, এসডিও’এর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার। কারণ পারিবারিক শিক্ষাই হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তিনি বলেন, আসুন আমরা নিজেদের সন্তানদের কিশোর বয়স থেকেই মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সমাজ থেকে মাদকের আগ্রাসনের লাগাম টেনে ধরি।বগুড়া প্রতিনিধি জানান, সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-অঞ্চলের যৌথ উদ্যোগে সকালে মানববন্ধন ও শোভাযাত্রা শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-অঞ্চলের সহকারী পরিচালক মোঃ নাজমুল করিম প্রমুখ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-অঞ্চলের তত্ত্বাবধানে গত ১৭ জুন শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ২১ জুন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার ওই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চগড় প্রতিনিধি জানান, এবারের প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক এ দিবসটি পালিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন এনজিও’র কর্মীরা অংশগ্রহণ করেন।একইভাবে এমনই নানা আয়োজনে নড়াইল, জয়পুরহাট, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, যশোর, ফরিদপুর, নাটোর, মেহেরপুর, গোপালগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় নানা শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতিতে আন্তর্জাতিক এ দিবসটি পালিত হয়েছে।এসএইচএস/পিআর