দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মো. নজমুল হককে (৪০) আটক করেছে পুলিশ। আটক মো. নজমুল হক উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মো. তোফাজ্জ্বল হকের ছেলে এবং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার সকাল ১০টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।বীরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শখ (এএসআই) মো. বাবুল হোসেন জাগো নিউজকে জানান, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে গত ২৮ মে সকাল ১১টায় বিদ্যালয়ের নির্জন স্থানে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করা সহ ধর্ষণের চেষ্টা চালান। এ অভিযোগে ছাত্রীর অভিভাবক বাদী হয়ে ২৭ জুন শনিবার সকালে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১২।বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।এমদাদুল হক মিলন/এমজেড/এমএস