বগুড়ার ধুনট উপজেলায় সাইদুল ইসলাম রবিউল নামে এক বিকাশ এজেন্টের ছয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা বাজারে কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছানোয়ার হোসেন (২৮) নামে এক ছিনতাইকারীকে আটকের পর থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। ছানোয়ার উপজেলার ধামাচামা গ্রামের ফটিক বেপারির ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের আবদুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম রবিউলের ধামাচামা বাজারে হেমা ফোন ফ্যাক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি মনোহারি সামগ্রী বিক্রিসহ বিকাশের মাধ্যমে টাকা আদান-প্রদান করেন।
অন্য দিনের মতো সোমবার সকালে রবিউল তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ বাড়ি থেকে রওনা হন। তার কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ছয় লাখ টাকা ছিল। ধামাচামা বাজার সংলগ্ন রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা পেছন দিক থেকে রবিউলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে মাটিতে পড়ে গিয়ে চিৎকার করতে থাকেন রবিউল। এ সময় আহত রবিউলের কাছ থেকে টাকা ভর্তি ভ্যাগ ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে ঘটনাস্থল থেকে পালানোর সময় ছানোয়ার হোসেন নামে এক ছিনতাইকারীকে জনগণ আটক করে থানায় সোপর্দ করে। আহত ব্যবসায়ী রবিউল বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য ছিনতাইকারীদের আটকসহ ব্যবসায়ীর খোয়া যাওয়া টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
লিমন বাসার/আরএআর/এমএস