শেরপুরে গাজীরখামার ইউনিয়নের কাওয়াপেচি গ্রামের কামরান আলী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত গাফর আলী (৫১) গাজীরখামার ইউনিয়নের কাউয়াপেচি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, ২০১১ সালের ২৬ আগস্ট বিকেল ৪টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কুড়ালিয়াকান্দা মসজিদের জমির সীমানার খুঁটি সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে কামরান আলী গুরুতর আহত হয়ে দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ওহাব আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করে পরিদর্শক মো. নজরুল ইসলাম ওই বছরের ১০ ডিসেম্বর ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বিচারিক প্রক্রিয়ায় ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালতের বিচারক একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১৫ জনকে বেকসুর খালাস দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু ও এপিপি মঞ্জুরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ মামলাটি পরিচালনা করেন।
হাকিম বাবুল/আরএআর/এমএস