নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাবে টেনে নেয়ার বিরোধে মেডিকেল কলেজ ক্যাম্পাসে গত ২৩ অক্টোবর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আহত হন।
মেডিকেল কলেজটির দুই সামাজিক কল্যাণমূলক ক্লাব মেডিসিন ক্লাব ও সন্ধানীর মধ্যে নানা ক্ষেত্রে বিরোধ দীর্ঘদিনের। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় নিজেদের ক্লাবে ছাত্রছাত্রীদের টানাটানি নিয়ে উত্তেজনা থাকে। এবারও এমন উত্তেজনায় দুই পক্ষের মারামারিতে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন আহত হন।
সাধারণ শিক্ষার্থীরা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী ইন্টার্ন চিকিৎসক পরিষদ নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্মবিরতি ঘোষণা করে। এতে শত শত রোগীর চিকিৎসা কার্যক্রম ব্যাহত, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও অন্যান্য অভিযোগ এনে স্বাচিপ নোয়াখালী জেলা শাখা জরুরি সভা ডেকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ.ন.ম শামছুল করিমের সঙ্গে আলোচনা করে ও সভার সিদ্ধান্তে গত ২৬ অক্টোবর ইন্টার্ন চিকিৎসক পরিষদের বর্তমান কমিটি (হৃদয়-সাদ্দাম পরিষদ) বিলুপ্ত ঘোষণা করে।
মিজানুর রহমান/আরএআর/এমএস