আগামীকাল বুধবার (০১ নভেম্বরে) শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষা। চাঁদপুরে এবার ৭৩টি পরীক্ষাকেন্দ্রে একযোগে ৪৮ হাজার ৫১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এবছর জেএসসিতে ৮ উপজেলায় ৪৯টি পরীক্ষাকেন্দ্রে ৩৯ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭ কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২০১ জন।
ফরিদগঞ্জ উপজেলার ১০টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭৩২ জন। হাজীগঞ্জ উপজেলার ৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৯২ জন। শাহরাস্তি উপজেলার ৫টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৬৭ জন।
এছাড়া কচুয়া উপজেলায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩৯৭ জন। মতলব উত্তর উপজেলার ৯টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭০ জন। মতলব দক্ষিণ উপজেলায় ৪টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮২৮ জন।
হাইমচর উপজেলায় ১টি মাত্র কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৮৪ জন। এছাড়া চলতি বছর ৮ উপজেলায় জেডিসি পরীক্ষর্থীদের জন্য ২৪টি কেন্দ্র রয়েছে। এই ২৪ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় কেন্দ্র রয়েছে ৩টি মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৯০ জন।
ফরিদগঞ্জ উপজেলায় ৫ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৪৫ জন। হাজীগঞ্জ উপজেলায় রয়েছে ৩ কেন্দ্র, পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২২৬ জন। শাহরাস্তি উপজেলার ২ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩১ জন।
কচুয়া উপজেলায় ৫টি কেন্দ্র রয়েছে। এতে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৮৩ জন। মতলব উত্তর উপজেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট ২টি। পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৪৮১ জন। মতলব দক্ষিণ উপজেলায় ৩ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৮১ জন। হাইমচর উপজেলায় মাত্র ১টি কেন্দ্র মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫১০ জন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল জাগো নিউজকে জানান, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষা শান্তিপূর্ণ উপায়ে নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
ইকরাম চৌধুরী/এএম/আইআই