দেশজুড়ে

জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি রাসেল সম্পাদক মিন্টু

জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে চ্যানেল আইর প্রতিনিধি শফিউল বারী রাসেল ও সাধারণ সম্পাদক পদে বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী উল্লেখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া অন্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান (জাগোনিউজ ২৪.কম), সহ-সভাপতি শাহাবুদ্দিন (দৈনিক সোনালী সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল মোমেন মুনি (ইনডিপেনডেন্ট টিভি)।

পাশাপাশি প্রচার ও দফতর সম্পাদক অশোক কুমার সরকার গৌর (দৈনিক খবর পত্র ও দৈনিক চাঁদনী বাজার), সাহিত্য, সংস্কৃতি ও লাইব্রেরি সম্পাদক মুনিরুজ্জামান মুনির (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক সকলের খবর), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব আরমান (দৈনিক আমার সময়) এবং নির্বাহী সদস্য পদে সুমন চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), আবদুল বাতেন (দৈনিক ভোরের ডাক), জহুরুল হক জুয়েল (দৈনিক যোগাযোগ প্রতিদিন), জুলফিকার আলী ভুট্টো (দৈনিক বর্তমান সময়), আবু জাহের হাবু (সাপ্তাহিক গ্রামীণ আলো) ও আবদুল কাদের সুজন (মোহনা টিভি) নির্বাচিত হয়েছেন।

জয়পুহাট জেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান টিটো এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় ও এ ব্যাপারে কারও কোনো আপত্তি না থাকায় মঙ্গলবার বিকেলে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

রাশেদুজ্জামান/এএম/এমএস