দিনাজপুরের বীরগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পরমেজ (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মো. পরমেজ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের মো. ছিবাতুল্লা সরকারের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহছে উল গণি জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের মো. ছিবাতুল্লা সরকারের ছেলে মো. পরমেজ নিজবাড়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে বীরগঞ্জ থানার এএসআই মো. আবদুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পরমেজকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানা পুলিশের ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় মো. পরমেজকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল এবং গাঁজা বিক্রির দায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন আদালত।
জামিনে থাকা অবস্থায় রায় ঘোষণা করা হলে রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম