স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মাদারীপুরের শিবচরে দুই কলেজছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে তাদের দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এনায়েত হোসেন ও তার সহযোগী রানা মিয়া উত্ত্যক্ত করতো।
বুধবার সকালে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসার পর অসুস্থ বোধ করায় ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। পথে এনায়েত ও রানা তার গতিরোধ করে হাত ধরে টানাটানি করে। এ সময় স্কুলছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে এনায়েত ও রানাকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনায়েত ও রানাকে আটক করে। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ দুই কলেজছাত্রকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ জানান, স্কুলের ছেলে-মেয়ে যাতে নির্বিঘ্নে স্কুলে যাওয়া আসা করতে পারে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বরাবরই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনায়েত ও রানা তারা নিজেরাই স্কুলছাত্রীকে টানাটানিসহ উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছে। তাই তাদের দণ্ডিত করা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম