দেশজুড়ে

দিনাজপুরে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ৪২৫৭

দিনাজপুরে জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৪ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ১.৮৯ শতাংশ। তবে কোনো বহিষ্কার বা গোলযোগের খবর পাওয়া যায়নি।

বুধবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২৫ হাজার ৩২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। কিন্তু ২ লাখ ২১ হাজার ৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ৪ হাজার ২৫৭ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী, রংপুরে ৭০৯ জন, গাইবান্ধায় ৬৩৬ জন, নীলফামারীতে ৫১৫ জন, কুড়িগ্রামে ৬৩৯ জন, লালমনিরহাটে ৩৪৪ জন, দিনাজপুরে ৬৪৪ জন, ঠাকুরগাওয়ে ৪৯৫ জন, পঞ্চগড়ে ২৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে বলেন, গতবার জেএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রে অনুপস্থিতির হার ছিল ১.৭০ শতাংশ। এবার তা বেড়ে ১.৮৯ শতাংশে দাঁড়িয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/এমএস