দিনাজপুরে জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ১.৯৪ শতাংশ। তবে বহিষ্কার বা গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা ২য় পত্র পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২৫ হাজার ৩২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। কিন্তু ২ লাখ ২০ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ৪ হাজার ৩৮২ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী, রংপুরে ৭৫৩ জন, গাইবান্ধায় ৬৫৩ জন, নীলফামারীতে ৫২২ জন, কুড়িগ্রামে ৬৫৬ জন, লালমনিরহাটে ৩৪৫ জন, দিনাজপুরে ৬৫৫ জন, ঠাকুরগাঁওয়ে ৫১১ জন, পঞ্চগড়ে ২৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে বলেন, গতবার জেএসসি পরীক্ষায় বাংলা প্রথমপত্রে অনুপস্থিতির হার ছিল ১.৭৩ শতাংশ। এবার তা বেড়ে ১.৯৪ শতাংশে দাঁড়িয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/আইআই