দেশজুড়ে

থানচিতে ট্রাক্টর উল্টে চালক নিহত

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের সোনাখাল ঝিড়িতে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. মহসিন (২৮)। শনিবার সকালে ইউনিয়নের ভাঙা রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন গত বৃহস্পতিবার থেকে থানচির বলিপাড়ায় ট্রাক্টর চালিয়ে আসছিল। শনিবার সকালে ট্রাক্টর নিয়ে ফেরার পথে ভাঙা রাস্তায় তা উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলে নিহত হয়।

মহসিনের বাড়ি কুমিল্লা জেলায়। গত তিন বছর ধরে বলিপাড়া ও থানচি এলাকায় ট্রাক্টর চালিয়ে স্থানীয়দের জমিতে চাষ করতেন তিনি।

মহসিনের বন্ধু চসিং মারমা জানান, গাড়িটি উল্টে মহসিন পড়ে যায়, আমরা তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সত্তার ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছি।

সৈকত দাশ/এএম/এমএস