দেশজুড়ে

সামান্য বৃষ্টিপাতেই ঈশ্বরদীর আমবাগানে জলাবদ্ধতা

সামান্য বৃষ্টি হলেই ঈশ্বরদী পৌরসভার আমবাগান এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এ বৃষ্টিতে খেলার মাঠ, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। বাড়িতে বাড়িতে পানি ঢুকে ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়।ভুক্তভোগীরা মনে করেন, পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলায় এমনটা হয়ে থাকে। শুক্রবার সকালে সামান্য বৃষ্টিতেই শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির মাঠটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া খেলার মাঠটি দেখে মনে হচ্ছে একটি জলাশয়। পানি অপসারণের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে তা তলিয়ে যায়। আমবাগানের স্থায়ী বাসিন্দা আব্দুস সামাদ, শাহাবুদ্দিন, আব্দুর রাজ্জাক ও জুলেখা বেগম বলেন, আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও আমরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা-ঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়।তারা আরো জানানন, নিয়মিত ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বৃষ্টির পানিতে ডাস্টবিনের ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে থাকে। প্রায়ই রাতের বেলায় আমবাগানের পৌর লাম্প পোস্টের লাইটগুলো জ্বলে না। বর্ষার দিনে এলাকাবাসীর চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়। এ থেকে পরিত্রাণ পেতে আমবাগানবাসী পৌর মেয়র ও কাউন্সিলরদের সুদৃষ্টি কামনা করেছেন।আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআইপি