মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে ৭ হাজার কেজি জাটকাসহ একজনকে আটক করেছে র্যাব-৮। রোববার সকালে জরুরি ওষুধ সরবারহের একটি কার্ভাড ভ্যান থেকে এসব জাটকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দেন মাদারীপুরের ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল মামুন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে ফলো করা হয় এবং সকালে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে কার্ভাড ভ্যানটিকে আটক করা হয়। তবে কার্ভাড ভ্যানের ড্রাইভার ছাড়া কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বণ্টন করা হবে।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাটকাসহ একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
নাসিরুল হক/এফএ/এমএস