দেশজুড়ে

ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার নামে ৩ হাজার বিঘা ফসলি জমি অধিগ্রহণ করার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওই ইউনিয়নের সহস্রাধিক কৃষক।

রোববার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সংগ্রাম কমিটির আহ্বায়ক ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম খান, বাসদ (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মুসা, সিপিবির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বাসদের (মার্কসবাদী) জেলা সদস্য শাহজামান তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অর্থনৈতিক জোনের নামে এসব ফসলি জমি অধিগ্রহণ করা হলে জেলায় কৃষি উৎপাদনে বিপর্যয় নেমে আসবে। যাতে করে দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। এছাড়া এ এলাকার বিপুল জনগোষ্ঠী ভূমিহীন হয়ে বেকার ও ছিন্নমূলে পরিণত হবে। সমাবেশ শেষে কৃষকরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম