দেশজুড়ে

৫০ বছর পর জায়গা বুঝে পেলেন প্রকৃত মালিক

ব্রাহ্মণবাড়িয়ায় মামলার করার প্রায় ৫০ বছর পর জায়গা এক ব্যক্তি তার জায়গা বুঝে পেয়েছেন। রোববার পৌর এলাকার পশ্চিম মেড্ডাস্থ ওই জায়গায় থাকা বিভিন্ন স্থাপনা ভেঙে জায়গাটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেন আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, বায়না মূলে মালিক দাবি করে ১৯৬৭ সালে তৎকালীন কুমিল্লা জেলা আদালতে ৪৮১ শতক জায়গা বুঝে পাওয়ার আবেদন জানিয়ে মামলা করেন আব্দুল মান্নান।

মামলায় বিবাদী করা হয় আবুল হাসেমকে। পরে আব্দুল মান্নানের মৃত্যুতে মামলার বাদী হন তার মেয়ে লায়লা নূর ও আবুল হাসেমের মৃত্যুতে বিবাদী হন তার ছেলে মো. অহিদুজ্জামান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুগ্ম জজ আদালত-২ এর নির্দেশে রোববার জায়গাটি বুঝে পান লায়লা নূরের পরিবর্তে বাদী হওয়া তার ভাইয়ের বউ আছিয়া রহমান।

এ প্রসঙ্গে আছিয়া রহমানের ছেলে মো. আসাদুর রহমান জানান, জায়গাটি ৫০ বছর ধরে আবুল হাসেমের পরিবারের লোকজনের দখলে ছিল। আদালতের রায়ে আমরা জায়গাটি বুঝে পেয়েছি। আদালত আমাদেরকে জায়গা বুঝিয়ে দিয়েছেন।

মো. অহিদুজ্জামানের ছেলে খালেকুজ্জামান অনিক বলেন, আদালতের রায়ে ৪৮১ শতকের বাইরে ৯৫ শত জায়গা তারাও বুঝে পেয়েছেন। আদালতের রায়ের প্রতি আমরা সম্মান জানাই। তবে পরবর্তীতে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিবেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম