দেশজুড়ে

শেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৪৮

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাতে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারদের বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানান, বিশেষ অভিযানে মাদক, জুয়া খেলা, বিভিন্ন মামলার পলাতক ও পরেয়ানাভুক্ত ৪৮ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে ১০টি মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/এএম/জেআইএম