চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন এলাকা থেকে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ২২ জন, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৩ জন, দামুড়হুদা উপজেলা থেকে ১২ জন ও জীবননগর উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দীন কাজল/এএম/আরআইপি