দেশজুড়ে

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু আটক

পশ্চিম সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. শরিফুল ইসলাম (২১) নামে বনদস্যু জোনাব বাহিনীর এক সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে তাকে আটক করা হয়।

আটক বনদস্যু শরিফুল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাইস্যাখালী গ্রামের মৃত মোফাজ্জেল গাজীর ছেলে।

র‌্যাব- ৮ এর উপ-অধিনায়ক মেজর মোহেল জানান, সুন্দরবনে বনদস্যু দমনের অংশ হিসেবে র‌্যাব- ৮ এর একটি দল সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় গিয়ে বাইনোকুলারের সাহায্যে বনদস্যুদের আনাগোনা দেখতে পায়। র‌্যাব সদস্যরা দ্রুত সেখানে পৌঁছালে বনদস্যুরা পালানোর চেষ্টা করে। এ সময় সেখান থেকে এক বনদস্যুকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেল ও একটি পাইপগানসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুল ইসলাম নিজেকে বনদস্যু জোনাব বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। দুপুরে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শওকত বাবু/আরএআর/আইআই