নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের সঙ্গে পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষের বর্ষপূর্তি পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে শোক র্যালি, নিহত সাঁওতালদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগ।
এদিন বেলা ১১টার দিকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি মাদারপুর ও জয়পুরপাড়া গ্রাম প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত শহীদ মিনারে ৬ নভেম্বরের ঘটনায় নিহত সাঁওতালদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেই শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর বিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে।
বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, ঐক্যন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না, মানবাধিকার ও ভূমি অধিকার কর্মী শামসুল হুদা, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন, গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আইনজীবী মুরাদ জামান রব্বানী, আদিবাসী নেত্রী রিনা মার্ডি, প্রিসিলা মুর্মু, আদিবাসী নেতা বার্নাবাস টুডু প্রমুখ।
বক্তারা বলেন, গত বছরের এইদিনে পুলিশ ও চিনিকলের শ্রমিকরা সাঁওতালদের ওপর হামলা করে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি বর্ষণ করে। এ ঘটনায় তিনজন সাঁওতাল মারা যান এবং অনেকেই আহত হন। পুলিশ আদিবাসী ও বাঙালিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। আমাদের মামলার এক বছরেও অভিযোগপত্র দেয়া হয়নি। এমনকি সাঁওতালদের দায়ের করা মামলার মূল আসামিদেরও গ্রেফতার করা হয়নি।
বক্তারা আরও বলেন, আমাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত দেয়ার ব্যাপারে কারো কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
সমাবেশ থেকে অবিলম্বে সাঁওতালদের জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচার দাবি করা হয়।
রওশন আলম পাপুল/আরএআর/জেআইএম