প্রেমের টানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি যুবক।
সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েগড় সীমান্তে এ ঘটনা ঘটে। আটক হওয়া পারভেজ মিয়া (৩০) লাউড়েরগড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, দেশীয় সীমানা অতিক্রম করে কাঁটাতার ডিঙিয়ে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় তাকে আটক করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে ভারতের গুমাঘাট সীমান্তে বসবাসকারী জনৈক আদিবাসী তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেম রয়েছে। তিনি প্রায়শ বিজিবি-বিএসএফের চোখ ফাঁকি দিয়ে কাঁটাতার ডিঙিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই তরুণীর সঙ্গে দেখা করতেন। বছর খানেক ধরে তাদের সীমানা ডিঙানো প্রেম চলছি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে ফিরিয়ে আনতে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে।
রাজু আহমেদ রমজান/এএম/আইআই