দেশজুড়ে

‘উন্নয়নের নমুনা, বৃষ্টি ছাড়াই যমুনা’

দিনাজপুর শহরের পিটিআই’র মোড় হয়ে সরদারপাড়ার ঘাঘড়া পর্যন্ত এলাকায় প্রায় দেড় হাজার পরিবাররের পাঁচ হাজার মানুষ তিন মাসের অধিক সময় ধরে পানিবন্দি হয়ে আছেন।

খবর পেয়ে ছবি তোলার জন্য যান প্রতিবেদক। সময় সোমবার সকাল ১১টা। প্রতিবেদককে ছবি তুলতে দেখে এলাকার কিছু যুবক বললেন, কেন ছবি তুলছেন? ছবি তুলে কি হবে? আমরা তো গত তিনমাস ধরে পৌর কাউন্সিলর ও মেয়রের কাছে বিষয়টি বলেই যাচ্ছি। কোনো কাজ হচ্ছে না।

স্থানীয় যুবকদের এমন প্রশ্নে প্রতিবেদকের উত্তর, এসব ছবি পত্রিকায় দেব। সংবাদ করব। এ সময় তাদের মধ্যে থেকে জাহাঙ্গীর নামে একজন যুবক বললেন, ভাই শিরোনামটা যেন হয় ‘উন্নয়নের নমুনা, বৃষ্টি ছাড়াই যমুনা’।

দিনাজপুর শহরের ৪নং ওয়ার্ডের সুইহারীর পশ্চিম এবং রামনগরের পূর্ব সীমান্তবর্তী ড্রেন ও রাস্তাটি পিটিআই মোড় হতে লেবুর মোড় হয়ে সর্দারপাড়ার ঘাঘড়া পর্যন্ত দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনটি ৬-৭ ফিট গভীর হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আবর্জনায় ভর্তি হয়ে হয়ে গেছে ড্রেনটি। ড্রেনের বিষাক্ত পানি নিষ্কাশন না হওয়ায় এলাকায় জলাবদ্ধতা ছাড়াও রাস্তায় পানি উঠে গেছে। রাস্তার ওপর পানি ও এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

জলাবদ্ধতার কারণে রামনগর, গোলাপবাগ, সুইহারী সরদার পাড়া, পিটিআই মোড়, লেবুর মোড়সহ আশপাশের এলাকার রাস্তার দুই পাশে প্রায় পনেরশ’র অধিক বাসা-বাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোনো যানবাহন পাওয়া যায় না।

পায়ে হেঁটে পথচারীদের ড্রেনের নোংরা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়। এলাকায় মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে চর্ম রোগসহ মশাবাহিত রোগ জীবাণু। স্কুল-কলেজগামী ছাত্র ছাত্রীদের জুতা মুজা খুলে নোংরা পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। যতদূর পর্যন্ত পরিষ্কার পানি না পায় ততদূর পর্যন্ত তাদেরকে জুতা সেন্ডেল হাতে নিয়ে যেতে হয়।

ওই এলাকার বাসিন্দা লাইজু আক্তার জানালেন, বন্যা আসল, আবার চলে গেল। কিন্তু আমরা জলাবদ্ধতা থেকে রেহাই পেলাম না। আমরা শিশু সন্তান নিয়ে বিপদে আছি। কখন কি হয়। শিশুদেরকে সব সময় চোখে চোখে রাখতে লাগে।

এদিকে, দিনাজপুর শহরের পিটিআই মোড় হয়ে সরদারপাড়ার ঘাঘড়া পর্যন্ত ড্রেনের জলাবদ্ধতা ও রাস্তা সংস্কারের দাবিতে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বরাবর স্বারকলিপি দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

গত (০৫ নভেম্বর) রোববার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

এলাকাবাসীর লিখিত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, এই জলাবদ্ধতা নিয়ে দিনাজপুর পৌর মেয়রসহ স্থানীয় কাউন্সিলরদের দীর্ঘদিন ধরে বলা হলেও বিষয়টি তারা গুরুত্ব দেননি কিংবা সমাধানে কেউ এগিয়ে আসেননি।

তাই বিষয়টি বিবেচনা করে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ও জনস্বাস্থ্যের কল্যাণে অতি জরুরি ইস্যু হিসেবে পিটিআই প্রাচীরের দক্ষিণ পাশ থেকে লেবুর মোড় হয়ে সরদারপাড়ার ঘাঘড়া পর্যন্ত ড্রেনের জলাবদ্ধতা এবং রাস্তা সংস্কার করতে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমার কাছে এসে বা জেলা প্রশাসককে স্বারকলিপি দিয়ে কি হবে। ব্যবস্থা না থাকলে আমরা কি করব। তবে ড্রেনটি পরিষ্কারের জন্য এক্সাভেটর মেশিন পাওয়া যাচ্ছে না। মেশিন পেলেই ড্রেনটি পরিষ্কার করা হবে ও ঘাঘড়া খনন করা হবে।

কবে নাগাদ এই ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে মেয়র বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে আশা করছি সমস্যার সমাধান হবে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর