দিনাজপুরে জেএসসি পরীক্ষার পঞ্চম দিনে ধর্ম পরীক্ষায় ৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গড় অনুপস্থিতির হার ১.৩৪ শতাংশ । তবে কোনো বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার জেএসসি পরীক্ষার পঞ্চম দিনে ধর্ম পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২৩ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। কিন্তু ২ লাখ ২০ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছে ২ হাজার ৯৯৯ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী রংপুরে ৫০১ জন, গাইবান্ধায় ৩১৪ জন, নীলফামারীতে ৩৯৯ জন, কুড়িগ্রামে ৪৩৩ জন, লালমনিরহাটে ২৭০ জন, দিনাজপুরে ৫৪০ জন, ঠাকুরগাওয়ে ৪০২ জন, পঞ্চগড়ে ২০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে জানান, গতবার জেএসসি পরীক্ষায় ধর্ম পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১.০৯ শতাংশ। এবার তা বেড়ে .২৫ বেড়ে গিয়ে দাড়িয়েছে ১.৩৪ শতাংশে।
এমদাদুল হক মিলন/এমএএস/আইআই