পটুয়াখালীতে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ মণ জাটকা উদ্ধার করেছে পটুয়খালী র্যাব-৮। বুধবার রাত ১০টায় ঢাকা-কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের ব্রিজ টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেনের উপস্থিতিতে এসব জাটকা শহরের বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
এসময় মোট ৪টি গাড়ি থেকে এসব মাছ উদ্ধার করা হয়। যাত্রী পরিবহনের আড়ালে এসব বাস জেলার মহিপুর, আলিপুর ও কুয়াকাটা মৎস্য বন্দর থেকে অবৈধ জাটকা পরিবহন করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেন জানান, ইলিশের উৎপাদন বাড়াতে এবং জাটকা সংরক্ষণ করতে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর