দেশজুড়ে

অন্ধকার ছেড়ে আলোর পথে তারা ১৮৯ জন

অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে এলো জামালপুর জেলার ১৮৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী। বৃহস্পতিবার জামালপুর পুলিশ অফিস প্রাঙ্গণে তারা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান বলেন, স্বেচ্ছায় মাদক ছেড়ে দেয়া সবার চিকিৎসা ও পুনর্বাসনে পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

তিনি বলেন, মাদকের ব্যাপারে পুলিশকে জিরো টলারেন্সে থাকতে হবে। ক্ষমতাসীন দলের কোনো নেতা এমনকি পুলিশের কোনো সদস্য এর সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভপতিত্বে মাদকসেবী ও ব্যবসাীয়দের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শফিক জামান ও আজিজুর রহমান ডল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাদকসেবী নাসির উদ্দিন, ফাটাকেষ্ট গেল্যা, মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামানসহ সাতজন বক্তব্য রাখেন। তারা বলেন, মাদক তাদের নিজেদের ও পারিবারিক জীবন ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। তারা এখন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে খুশি।

শুভ্র মেহেদী/এএম/আইআই