বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামে সাপের কামড়ে উজ্জ্বল রায় (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল ওই গ্রামের হরলাল রায়ের ছেলে।প্রতিবেশীরা জানান, উজ্জ্বল রাতে ঘরের একটি কক্ষে একা ঘুমিয়ে ছিলেন। চিৎকার শুনে স্বজনরা গিয়ে দেখেন পাশে ভাতের থালা পড়ে রয়েছে। আর মেঝেতে পড়ে উজ্জ্বল কাতরাচ্ছেন। এসময় ঘরের মেঝেতে সাপের গর্তটি তাদের নজরে আসে এবং উজ্জ্বলের পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখেন তারা। হাসপাতালে নেওয়ার আগেই উজ্জ্বলের মৃত্যু হয়।আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বর্ষার কারণে সাপ ঘরে প্রবেশ করায় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তিনি শুনেছেন। সাইফ আমীন/এসএস/এমএস