দেশজুড়ে

কপোতাক্ষে নেমে কচুরিপানা পরিষ্কার করলেন ইউএনও

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে নেমে কচুরিপানা পরিষ্কার করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনএ) কামরুল ইসলাম। তাকে দেখে আশেপাশের অনেকেই কচুরিপানা পরিষ্কার করতে পানিতে নেমে পড়েন।

শনিবার মহেশপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালিশপুর-৫৮ বিজিবি ক্যাম্পের সামনে কপোতাক্ষ নদের কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু হয়। এ সময় ৫৮ বিজিবির সিও জিল্লুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা তাছলিমা খাতুন, কৃষি কর্মকর্তা আবু তালহাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শিবে হালদার নামের স্থানীয় একজন জানান, কপোতাক্ষ নদ প্রায় মরতে বসেছে। এই নদটা দেখভাল করলে প্রাণ ফিরে পাবে। দখলমুক্ত, রক্ষণাবেক্ষণ ও খনন খুবই প্রয়োজন। ইউএনও স্যারের এমন কর্মকাণ্ড আমাদের উৎসাহিত করেছে।

কপোতাক্ষ নদের পাড়ের ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, এই প্রথম দেখলাম যে কোনো ইউএনও নিজে পানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করছেন। এটি মহেশপুরবাসীর জন্য বড় প্রাপ্তি। ইউএনও যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে আজীবন মনে রাখবে মহেশপুরবাসী।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম জানান, কপোতাক্ষ নদকে বাঁচাতে ও পানির প্রবাহ ঠিক রাখতে কাজটি করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আরআইপি