বান্দরবানের টংকাবতীতে ব্রিজের নিচ থেকে নিখোঁজ মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেনের (১৬) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন বাজার থেকে গত শুক্রবার সন্ধ্যায় দুজন যাত্রী নিয়ে মাঝেরপাড়া যাবার পথে নিখোঁজ হন ভাড়ায় মোটরসাইকেলচালক সাজ্জাদ হোসেন (১৬)।
নিখোঁজ হওয়ার পরের দিন টংকাবতী ইউনিয়নের লামা-বান্দরবান সড়কের বাচারা ব্রিজের নিচ থেকে নিখোঁজ চালকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। তিনি সরই ইউনিয়নের বাসিন্দার আলী আহমেদের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, টংকাবতী ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সৈকত দাশ/এএম/আরআইপি