দেশজুড়ে

হাতিয়ায় যুবলীগের মিছিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগ।

সংবাদ সম্মেলনে শনিবার বিকেলে মিছিল নিয়ে যোগ দিতে আসার সময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় পুলিশসহ ৩৫ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়।

রোববার সকাল ১১টায় হাতিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা সদর ওছখালীর দলীয় কার্যালয়ে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মিষ্টু, যুবলীগ নেতা নুরুল আফসার রাহাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসার সময় অ্যাডভোকেট সাইফ উদ্দিন আহমেদের বাসা থেকে কতিপয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

এতে শতাধিক নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব সন্ত্রাসীরা জামায়াত-বিএনপি নেতাদের ইন্ধনে ও যোগাযোগের মাধ্যমে সবসময় হাতিয়ার শান্তিপূর্ণ জনপদকে বিশৃঙ্খল করার পাঁয়তারা করে আসছে। এতে হাতিয়ার রাজনীতিতে দুর্বৃত্তের অনুপ্রবেশ ঘটেছে। আমরা উপজেলা যুবলীগের পক্ষ থেকে দ্রুত এসব সন্ত্রাসী ও দুর্বৃত্তদের নিমূর্লে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মিজানুর রহমান/এএম/জেআইএম