বাগেরহাটে মুক্তিযোদ্ধাসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ৪টার দিকে শহরের খারদ্বার এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুক্তিযোদ্ধা আবু মল্লিকের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা করে থাকতে পারে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
আহতরা হলেন- মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মল্লিক (৬৫) ও প্রতিবেশী সোহরাব ফকির (৪৮)। আবু মল্লিক ডেমা ইউনিয়ন আওয়ামলী লীগের সাবেক সাধারণ সম্পাদক । তার গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামে।
আহত মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিদা মল্লিক বলেন, রোববার ভোর সাড়ে ৪টার দিকে ৭/৮ জনের একটি মুখোশধারী দল ঘরের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। জানালার গ্রিল ভাঙার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। এ সময় ওই মুখোশধারীরা তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ঘরের মেঝেতে ফেলে রেখে চলে যায়।
পরে আমার ডাকচিৎকারে সোহরাব ফকির নামে এক প্রতিবেশী ছুটে আসলে তারা তাকে আমার বাড়ির সামনে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। তবে কারা কী কারণে আমার স্বামীর ওপর এমন হামলা করল তা আমি বুঝতে পারছি না।
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহীনুল আলম ছানা বলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাসিন্দা মল্লিক আবু বক্কর সিদ্দিক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগের কর্মী। তাকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্কর সিদ্দিকসহ দুজনকে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। তার গ্রামের বাড়ির এলাকায় কিছু লোকজনের সঙ্গে তার বিরোধ রয়েছে। সেই পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা আবু মল্লিকের ওপর হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক শেখ ইমরান মোহম্মদ বলেন, আহত মুক্তিযোদ্ধা মল্লিক আবু বক্করের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যজনকে এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
শওকত বাবু/আরএআর/জেআইএম