জাসদসহ মহাজোটের ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মহাজোটে কোনো ধরনের টানাপোড়েন নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মহাজোট সরকার, বার বার দরকার।
রোববার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলায় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় ১৪ দলের (জাসদ) সমন্বয়ক শিরীন আক্তার এমপি উপস্থিত ছিলেন। তিনি বলেন, মহাজোটে কোনো টানাপোড়েন নেই। ১৪ দলের ঐক্য এখনও চোখের মনির মতো অটুট রয়েছে। আগামী নির্বাচনে জাসদসহ বর্তমান জোটে যে শরিক দল আছে তারা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনীর চৌধুরী প্রমুখ।
একে এম নাসিরুল হক/এএম/জেআইএম