চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬টি পিস্তুল, ১৮ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও ১টি রামদাসহ মজনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার নামোচকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. রাশেদ আলী জানান, ভারত থেকে বাংলাদেশে অস্ত্র আসছে এমন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপি বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস এর কাছাকাছি ওঁৎ পেতে থাকে। এ সময় চোরাকারবারিরা তাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। পরে গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মজনুর বাড়ি ঘেরাও করা হয়। এর পর ওই বাড়ি তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ৬টি পিস্তুল ১৮ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং অন্য কক্ষ থেকে একটি রামদা উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অরেক চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।
নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র বাংলাদেশে আসতে পারে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে জানান তিনি।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড় এলাকা থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলিসহ আলাউদ্দিন (৪৫) ও বাবুল আলী (৩৫) নামে দুই ২ জনকে আটক করেছে পুলিশ।
মোহা. আব্দুল্লাহ/এমএমজেড/এমএস