সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে।এবারে দুই ধাপে হালনাগাদের কাজ করা হবে। প্রথম ধাপ ২৫ জুলাই এবং দ্বিতীয় ধাপ শুরু হবে ২২ অক্টোবর থেকে। এদিকে ১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে। ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।ইসির পরিকল্পনা অনুযায়ী, ২৫ জুলাই থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৮৫২ টাকা। ১৫ থেকে ১৭ বছর বয়সী ৭২ লাখ নাগরিকের এ প্রকল্পের অধীনে তথ্য সংগ্রহ করা হবে।উল্লেখ্য, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২জন।এআরএস/এমএস