দেশজুড়ে

জীবননগরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ একজন ইউপি সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

জীবননগর থানা পুলিশের ওসি এনামুল হক জানান, সোমবার গভীর রাতে জীবননগর থানা পুলিশের এসআই শামসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার উথলী ভূমি অফিসের পাশে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে গাংনী রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য হাসান আলীকে (২৮) গ্রেফতার করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় শাটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। হাসান আলী মেম্বারের নামে গাংনী থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

সালাউদ্দিন কাজল/এএম/আইআই