দেশজুড়ে

ডাকাত ধরতে গিয়ে গৃহকর্তার মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রহমতপুর গ্রামে ডাকাতকে ধাওয়া করে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দাউদ হোসেন নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

একই ঘটনায় গণপিটুনিতে আহত তাহাজ্জেল হোসেন নামে এক ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়নাল সরকার জানান, ৮-৯ জন রহমতপুর গ্রামের মন্টু খার বাড়িতে পানি খাওয়ার নাম করে আসে। এরপর তারা ডাকতির চেষ্টা করলে বাড়ির লোকজনের চিৎকার-চেঁচামেচিতে গ্রামের মানুষ জড়ো হতে যায়। একপর্যায়ে তারা তাহাজ্জেলকে ধরে গণপিটুনি দেয়। এ সময় ডাকাতদের ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মন্টু খার ভাই দাউদ মারা যান।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/আইআই