দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে চোরাকারবারি পণ্য বিজিবি`র কাছ থেকে ছিনিয়ে নেয়ার সময় গুলিতে নিহত দু`জনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়।নিহতরা হলেন, বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের শুকুর আলী চৌকিদারের ছেলে শাহীন (২৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সুলতান (২৫)।নিহতদের স্বজনরা জানান, এ ঘটনায় নিহত দু`জনের পরিবারের পক্ষ থেকে বিজিবি সদস্যদের আসামি করে বিরামপুর থানায় এজাহার দেয়া হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত ওই এজাহার রেকর্ড করেনি বলে তারা অভিযোগ করেন।বিরামপুর থানা সূত্রে জানা যায়, মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করে মরদেহ দুটি ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪৫মিনিটে বিরামপুর রেলওয়ে স্টেশনে বিজিবি’র অভিযানে ট্রেন তল্লাশি করে চোরাচালানি পণ্য উদ্ধারের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। বিজিবি আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে দু’জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ধার এবং মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি`র পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।ফুলবাড়ী ২৯ বিজিবি`র অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, এ ঘটনায় চোরাকারবারিদের হামলায় বিজিবি`র পাঁচ সদস্য আহত হয়েছে। তাদের বিজিবি`র তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। বিজিবি`র উদ্ধারকৃত চোরাকারবারী পণ্য হামলাকারিরা কেড়ে নিয়ে গেছে বলেও জানান তিনি।এমদাদুল হক মিলন/এআরএ/আরআই