‘চলেছি তো অবিরাম মানুষের মিছিলে লড়ছি তো মুক্তির শপথে’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উদীচী জামালপুর জেলা সংসদ।
শুক্রবার বিকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সঙ্গীত প্রশিক্ষক ও সাংবাদিক সুশান্ত কুমার দেব কানু। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি একুশে প্রদকপ্রাপ্ত শিল্পী মাহমুদ সেলিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি মো: আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, উদীচী জামালপুরের সাধারণ সম্পাদক পার্থ প্রতিম দে প্রমুখ।
এ সময় উদীচী জামালপুরের পক্ষ থেকে অধ্যাপক সৈয়দ আব্দুস সাত্তার (মরণোত্তর) এবং উদীচী জামালপুরে সাবেক সভাপতি জাহানারা খুররমকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।
সুধী সমাবেশে শেষে জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠীর অভিনয় শিল্পীরা গীতি আলেখ্য-‘ইতিহাস কথা কও’ পরিবেশন করে।
এএ/এমএস