সিরিয়ার দেইর আজ জোর শহরের পার্শ্ববর্তী এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে এ তথ্য জানানো হয়েছে।
সানার খবরে বলা হয়েছে, বিস্ফোরণ এলাকায় বাস্তুহারা পরিবারগুলো তাঁবু তৈরি করে বসবাস করছিল। আল জাফরা ও অাল কনিকো এলাকার মাঝামাঝি ওই স্থানের নিয়ন্ত্রণ ছিল সিরিয়ার সরকারের।
দেশটির মানবাধিকার সংস্থা (এসওএইচঅার) জানিয়েছে, শুক্রবারের ওই হামলায় ক্ষতিগ্রস্ত ২৬ জনের মধ্যে ১২ জন শিশুও রয়েছে। গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।
শুক্রবারই এসওএইচঅার জানিয়েছে, দামেস্কের পার্শ্ববর্তী ঘোতার পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়ার সরকারের বোমা হামলায় ছয় শিশুসহ অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
পৃথক ঘটনায় ঘোতার পূর্বাঞ্চলেই বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। সরকারের হামলার জবাবে বিদ্রোহীদের ছোড়া রকেট হামলায় দামেস্ক শহরে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
তবে সানার খবরে দাবি করা হয়েছে, ওই হামলায় একজন শিশুসহ মোট চারজন নিহত হয়েছে। ফলে সিরিয়ায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র : আল জাজিরা
কেএ/এমএস