দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক অভিযানে ৩৯০ পিস ইয়াবা ও ৮৩ বোতল ফেনসিডিলসহ সুমন (২২), রাজু শেখ (৩০) ও সেন্টু শাহকে (২৩) আটক করেছে র‌্যাব ও বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটক সুমন জীববনগর উপজেলার গয়েশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে, রাজু একই উপজেলার ধান্যখোলা গ্রামের হারু শেখের ছেলে ও সেন্টু ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের আয়ুব শেখের ছেলে।

র‌্যাব ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ র‌্যাব ৬’র ডিএডি আওয়াল মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে সুমনকে ৩৯০ বোতল পিস ইয়াবা ও ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করে।

একই সময় বেনীপুর বিজিবি ক্যাম্পের নায়েক মাহাতাব আলী সঙ্গীয় ফোর্সসহ সীমান্তে টহল দেয়ার সময় বেনীপুর বাওড়ের কাছে ৪-৫ জন চোরাচালানী দেখে চ্যালেঞ্জ করে রাজু শেখ ও সেন্টু শাহকে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, শনিবার দুপুরে আটকদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম