দেশজুড়ে

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবির ছাত্রী নিহত

নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফৌজিয়া মোসলেম সিলভি (২১) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের বিশ্ববিদ্যালয় সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া নোয়াখালী সদর উপজেলার দত্তবাড়ি মোড় এলাকার মোসলেমের মেয়ে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে ক্লাস শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জেলা শহর মাইজদীতে ফিরছিলেন ওই ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে জেড মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ পরিবারের লোকজনের কাছের হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান/এমএএস/জেআইএম