দেশজুড়ে

ভাসানী স্মৃতি পদক পেলেন শিক্ষক আব্দুল কুদ্দুস

শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক এবিএম আব্দুল কুদ্দুসকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পদক প্রদান করা হয়েছে।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আব্দুল কুদ্দুস বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্র্সার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক।

বাংলাদেশ মানবাধিকার পর্যাবেক্ষন সংস্থার উদ্যোগে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলয়াতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সাবেক তথ্য সচিব সৈয়দ মার্শুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এম আব্দুল করিম, ডা. মো. আব্দুল রহিম, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ভাষা সৈনিক রেজাউল করিম ও কথা সাহিত্যিক মো. মঈনুদ্দিন কাজল।

একেএম নাসিরুল হক/এফএ/জেআইএম