নাটোরের সিংড়ায় স্ত্রী জাহানারা বেগমকে (২৫) হত্যার দায়ে স্বামী আব্দুস সালাম মোল্লা ও স্বামীর বন্ধু সাইফুল ইসলাম শুকুরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুজ্জামান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম মোল্লা সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সেকেন্দার আলী মোল্লার ছেলে ও তার বন্ধু সাইফুল ইসলাম শুকুর একই গ্রামের ফোরমান আলীর ছেলে।
নিহত জাহানারা বেগম একই উপজেলার নুরপুর গ্রামের আবু তালেব বেপারির মেয়ে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ২০০৪ সালের ২ ডিসেম্বর নাটোরের সিংড়ার ধুলিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালাম মোল্লা ও তার বন্ধু সাইফুল ইসলাম শুকুর মিলে গৃহবধূ জাহানারা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পরে পাশের পুকুরে ফেলে দেয়। হত্যাকাণ্ডের পর দিন পুকুর থেকে জাহানারা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা আবু তালেব বেপারি বাদী হয়ে নিহতের স্বামী আব্দুস সালাম মোল্লা ও স্বামীর বন্ধু সাইফুল ইসলাম শুকুরকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।
দীর্ঘদিন মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালতের বিচারক মামলার শুনানি করেন। এ সময় বিচারক অভিযুক্ত স্বামী আব্দুস সালাম মোল্লা ও স্বামীর বন্ধু সাইফুল ইসলাম শুকুরকে ফাঁসির আদেশ দেন।
রেজাউল করিম রেজা/এমএএস/আইআই