খেলাধুলা

প্রধানমন্ত্রীর সঙ্গে টাইগারদের সাক্ষাৎ শনিবার

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বিজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে শনিবার সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল সাড়ে ৫টায় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাক্ষাতে খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।প্রসঙ্গত, গত সোমবার সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট দল ভারতের সাথে সিরিজ জিতেছে।  আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অসুস্থতার জন্য মাঠে যেতে পারিনি। আমি ক্রিকেট দলকে কিছু দিনের মধ্যেই গণভবনে ডাকব।প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ক্রিকেট নিয়ে আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধেও সিরিজ জিতেছে। এআরএস/এমএস