দেশজুড়ে

পরীক্ষার হলে ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষক কারাগারে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রীর শ্লীলতহানির অভিযোগে নোয়াখালীর সেনবাগে এক শিক্ষকের ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। পরে তাকে সেনবাগ থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক উপজেলার কাদরা ইউপির চাঁদপুর খলিফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষক ও ডমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আবদুর রবের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার পিএসসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা চলছিল। এ সময় গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই নং হলে এক ছাত্রী দায়িত্বরত শিক্ষক ইব্রাহিমের কাছে একটি প্রশ্ন জানতে চায়।

শিক্ষক সেই ছাত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করে। সঙ্গে সঙ্গে ওই হলের শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করে। পাশাপাশি ওই ছাত্রী নিজে এসে শিক্ষকদের বিষয়টি জানায়।

তারা বিষয়টি কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলামকে অবগত করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রী ও অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে কেন্দ্রসচিবের অফিসে নিয়ে তার জিম্মায় রেখে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে খবর দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে কেন্দ্র নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। বিকেলে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে জিজ্ঞাসা করে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম শিক্ষক ইব্রাহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে সেনবাগ থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মিজানুর রহমান/এএম/জেআইএম