বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতের খুঁটিবাহী আলমসাধু উল্টে হালিম খাঁ (৫৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই শ্রমিক।
মঙ্গলবার বিকেলে শরণখোলা-মোরেলগঞ্জ সড়কের শরণখোলা উপজেলা সদরের ব্র্যাক অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত অপর দুই শ্রমিক বিশ্বজিৎ মজুমদার (৪৫) ও রুবেল শেখকে (২২) উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মন্ডল বলেন, শরণখোলা উপজেলা সদরের পল্লীবিদ্যুৎ কার্যালয় থেকে স্যালোইঞ্জিনচালিত আলমসাধুতে করে একটি বিদ্যুতের খুঁটি নিয়ে নলবুনিয়া এলাকায় যাচ্ছিল।
এ সময় ওই অমলসাধুটি হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে বিদ্যুতের খুঁটির নিচেই অমলসাধুতে থাকা তিন শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হালিম খাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শওকত আলী বাবু/এএম/জেআইএম