কুড়িগ্রাম সদরের মোগলবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে ৩৭ জন পরীক্ষার্থীসহ অর্ধ শতাধিক অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর আহত ১৫ শিক্ষার্থীসহ এক অভিভাবককে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে দছিমুদ্দিন মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। অসুস্থদের আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমান।
অসুস্থদের দেখতে হাসপাতালে ছুটে আসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সদর ইউএনও আমিন আল পারভেজ ও চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুফিয়া খাতুন জানান, সেনেরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থী মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অংশ নেয়। দুপুরে বিজ্ঞান পরীক্ষা শেষে ফেরার পথে আকস্মিকভাবে এক ঝাক মৌমাছি তাদেরকে আক্রমণ করে। এ সময় মৌমাছির কামড়ে ৩৭ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় অর্ধশতাধিক অসুস্থ হয়।
তাদের দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অসুস্থকে ১৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, আকাশি, নবনিতা, তাসরিন, সোহাইবুর রহমান, আরাফাত, সোহাগ, সাগর, ইব্রাহীম, শামিম, বিজলী, স্বাধীন, শাহানাজ, রুবিনা, রুমানা ও তার বাবা রফিকুল ইসলাম (৪২) এবং শিক্ষক লুৎফর রহমান।
ঘটনার সত্যতা স্বীকার করে মোগলবাসা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু জানান, পিএসসি বিজ্ঞান বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে একেক জন শিক্ষার্থীকে মৌমাছি ৫ থেকে ৭ বার কামড়ে দেয়। গুরুতর আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাজমুল/এমএএস/জেআইএম