দেশজুড়ে

সাতক্ষীরায় ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

সাতক্ষীরায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তার ও এক ভুয়া ক্লিনিক মালিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহম্পতিবার দুপুরে শহরের মিল বাজার ও নরিকেলতলা মোড়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার আরিফুজ্জামান ও সাইফুল্লাহ আল কাফি জানান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের কাছে অভিযোগ আসে শহরের মিল বাজার এলাকায় একজন ভুয়া ডাক্তার চিকিৎসাসেবা দেয়ার নাম করে গরীব ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছেন।

এমন অভিযোগের ভিত্তিতে মিল বাজার এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার মৃনাল কান্তি মন্ডলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

এদিকে, শহরের নারিকেলতলা মোড়ে রেজিস্ট্রেশনবিহীন ক্লিনিক ইবনে সিনা ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ক্লিনিক মালিক মারুফ হাসান ও কর্মচারী রফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান জাগো নিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম