খেলাধুলা

টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। করুণারত্নে ২৫ ও ম্যাথিউজ ১ রান নিয়ে ব্যাট করছেন।

নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালো হয়নি সফরকারী শ্রীলঙ্কার। দলীয় ২০ রানেই সাজঘরে ফেরেন ১৩ রান করা সামারাভিক্রামা। এরপর দ্রুত বিদায় নেন থিমিরান্নেও। লাঞ্চের ঠিক আগের ওভারে অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৯ রান। থিমিরান্নের বিদায়ের পর উইকেটে আসেন ম্যাথিউজ।

এর আগে নাটকীয়তা পূর্ণ সিরিজের প্রথম টেস্টে শেষ পর্যন্ত ড্র হয়। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে লঙ্কান বোলাদের বোলিং তোপে ১৭২ রানে অল আউট হয়। জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ২৯৪ রানে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বরূপে ফেরে ভারত। কোহলির সেঞ্চুরিতে ৩৫২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জয়ের জন্য ২৩১ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে সফরকারী শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকে দুই দল।

এমআর/আইআই