খেলাধুলা

ইংলিশ লিগে ম্যাককালাম ঝড়

ইংলিশ লিগ ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি টুর্নামেন্টে ওয়ারউইকশায়ারের পক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত তাণ্ডব চালিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। মাত্র ৬৪ বলে ১৩ চার ও ১১ ছয়ে ১৫৮ রান করেন কিউই এই অধিনায়ক।  এতে নির্ধারিত ২০ ওভারে ওয়ারউইকশায়ার দুই উইকেটে ২৪২ রান তোলে। যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল বাকী থাকতেই গুটিয়ে যায় ডার্বিশায়ার, তোলে ১৮২ রান। আর ওয়ারউইকশায়ার পায় ৬০ রানের দারুন এক জয়। তবে টি২০ তে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক কিন্তু ম্যাককালাম নন। ২০১৩ সালের আইপিএলে অপরাজিত ১৭৫ রান করে টি২০ তে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। আর দ্বিতীয়ে থাকা ম্যাককালাম ২০০৮-এর আইপিএলেও অপরাজিত ১৫৮ রান করেছিলেন। সেবার ১০চার ও ১৩ছয়ে ৭৩ বলে ইনিংসটি সাজিয়েছিলেন কিউই ব্যাটসম্যান।ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে এর পরে আছেন ১৫৬ রান নিয়ে অসি অ্যারনন ফিঞ্চ, ১৫৩ রানে ইংলিশ লুক রাইট, ১৫২ রানে গ্রাহাম নেপিয়ার এবং ১৫১ রানে গেইল।এমআর/পিআর